রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ধামরাই পৌর শহরের নতুন দক্ষিণপাড়া এলাকায় বিকাশ ও কাপড়ের দোকানে অভিনব কায়দায় প্রায় ৪ লাখ টাকা চুরির খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সকালের দিকে ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন দক্ষিণপাড়া মহল্লার এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী আসলাম হোসেন। জানা যায়, আসলাম হোসেন সকালে দোকান খোলার পর তিনজন লোক দোকানে এসে মালামাল ক্রয় করবে বলে তারা দোকানদার আসলাম হোসেনকে ব্যস্ত করে তুলে। একজন মিনিট কার্ড চায়, আরেকজন মশারি এবং অপরজন কয়েকটি লুঙ্গি চায়। তখন লুঙ্গী ও মশারি দেখানোর সময় আরেকজন মিনিট কার্ড না নিয়ে চলে যায়। তার একটু পরই বাকি দুইজন মশারি ও লুঙ্গী না নিয়ে দোকান থেকে বের হয়ে যায়।
তখন দোকানদার আসলাম হোসেন মশারি ও লুঙ্গী গুছিয়ে রাখার পর নিজের ক্যাশের ড্রয়ের খোলে দেখেন ৪ লাখ টাকা ও দুই মোবাইল সেট নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায় নি। এ নিয়ে ধামরাই থানায় অভিযোগ করেন ভুক্তভোগী আসলাম হোসেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।