Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দির সার্কেল চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ৫০ জন সার্কেল কর্মকর্তার মধ্যে ২য় সফল ও সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা। বিভিন্ন মানদণ্ডে এবারই প্রথম এ ধরনের পুরস্কার চালু করল পুলিশ সদর দফতর। গত রোববার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা মো. জুয়েল রানার হাতে এ পদক তুলে দেন। জানা যায়, তদন্ত নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র-গুলি ও বিবিধ শিরোনামে মোট ৮টি ভিন্ন মানদণ্ডে বরাদ্ধ ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়া চালু করেছে পুলিশ সদর দফতর। অভিন্ন মানদণ্ডে এই পুরস্কার চালু হওয়ায় প্রথমেই পুরস্কৃত হলেন সার্কেল এএসপি মো. জুয়েল রানা। দাউদকান্দি সার্কেলে যোগদান করেই সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নির্ভরযোগ্য নাম সার্কেল এএসপি মো. জুয়েল রানা। তিনি নিজ কর্মতৎপরতায় ইতোমধ্েযই জয় করেছেন মানুষের হৃদয়ের বিপুল ভালোবাসা। আর তাই সহজেই জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের মনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ