পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্র্যাক ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টের প্রফেসর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এটা গতানুগতিক এক বাজেট, যা গত বছরের প্রণীত বাজেটেরই ধারাবাহিক। করোনার কারণে সৃষ্ট দারিদ্র্য বৃদ্ধি এবং খেটে খাওয়া মানুষের সমস্যা নিরসনে তেমন কোনো ইতিবাচক প্রভাব এই বাজেট রাখতে পারবে না। গতকাল ব্র্যাক ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরাম ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বাজেট পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করে। ‘বাজেট সংলাপ-২০২১’ শীর্ষক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। এতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ব্যবসায়ীবান্ধব এই বাজেট ট্রিকল ডাউন ইফেক্টের যে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা ভেবে করা হয়েছে, এটা সেই লক্ষ্য অর্জন করতে পারবে কি-না, তাতে সন্দেহ আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।