Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে ৮ শতাধিক টেঁটা জমা দিলো গ্রামবাসী

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৮:৫৫ পিএম | আপডেট : ৯:০০ পিএম, ৬ জুন, ২০২১

আপনার সন্তানের হাতে টেঁটা- বল্লম দিয়ে যুদ্ধক্ষেত্রে নয়, বই খাতা নিয়ে স্কুলে পাঠান এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছায় টেটা- বল্লম জমাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ টায় উপজেলার লতব্দী ৬ নং বিট পুলিশিং এর আয়োজনে রামানন্দন কবর স্থান সংলগ্ন মাঠে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। সিরাজদিখান থানার পুলিশের উদ্যোগে লতব্দী ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই রিমন হোসাইনের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লতব্দী ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.জসিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক তাজুল ইসলাম পিন্টু জেলা পল্লী বিদুৎ সমিতির সাবেক সভাপতি মো.জাকির হোসেন,সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,এসআই সেকান্দার আলী,সাবেক ইউপি সদস্য পিয়ার উদ্দিন,থানা যুবলীগ সদস্য আরিফ রশিদ,হযরত মীর, আব্দুল হামিদ মীর সহ আরো অনেকে। এ সময় লতব্দী ইউনিয়নের রামানন্দন গ্রাম থেকে প্রায় ৮শতাধিক টেঁটা জমা দেওয়া হয়। টেটা জমা দানকারীকে ফুল এবং চকলেট উপহার দেন সিরাজদিখান থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ