Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট ভাইয়ের পথে বড় ভাই : মার্কিন কৃষ্ণাঙ্গ তরুণী চাঁদপুরে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১০:৪৬ এএম

ভালোবাসা সেতো রঙিন সুতোয় বাঁধা। এখন জাত ধর্ম কিংবা বর্ণ কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। যেমনটা বাংলাদেশের শাহাদাত হোসেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ তরুণী জোনস্ জিউনাবচনের বিয়ে। প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষ্ণাঙ্গ এই তরুণী বাংলাদেশে ছুটে আসেন। তারপর নিজের বান্ধবীর স্বামীর বড়ভাইকে বিয়ে করেন।

শনিবার (০৫ জুন) দুপুরে চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়। কন্যা জোনস শাহাদাতের যুক্তরাষ্ট্র প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর বান্ধবী।

চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। তবে বিয়েতে শুধু মাত্র কনে একা থাকলেও বরের বাড়িতে তার আত্মীয়-বন্ধুরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রেমের টানে মার্কিন তরুণীর চাঁদপুরে আসার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই নবদম্পতিকে দেখার জন্য বিয়েবাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। গ্রামের বাড়িতে বিদেশি বউ। এমন দৃশ্য দেখতে শনিবার বিকেল থেকেই প্রধানিয়া বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় করেন।

স্বজনরা জানান, শাহাদাতের ছোট ভাই আবু জাফর দুবাইয়ে থাকতেন। তখন তার সঙ্গে এক মার্কিন নারীর প্রেম হয়। পরে তারা বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যান। এরই সূত্র ধরে আবু জাফরের স্ত্রীর বান্ধবী জোনস জিউনাবচনের সঙ্গে মালয়েশিয়ায় থাকা অবস্থায় শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের পরিকল্পনা করেন। কয়েকদিন আগে তারা বিয়ের জন্য দেশে আসেন। কিছুদিনের মধ্যে তারা আবার বিদেশে চলে যাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে সীমিত পরিসরে আত্মীয় স্বজন উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক তার প্রেমিকা জোনস্ জিউনাবচনকে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর বর শাহাদাত হোসেন ও নববধূ জোনস্ জিইনাবচন প্রাথমিক এক প্রতিক্রিয়ায় জানান, আমাদের ভালোবাসা বেশ কয়েক বছরের। তবে কিভাবে কখন কোথায় হলো। সেই গল্প আজ নয়, পরে একসময় জানাবো। সবশেষে আগামী দিনগুলো যেনো সুখের হয় তার জন্য তারা দোয়া প্রার্থনা করেন।

আলোচিত এই বিয়ে সম্পর্কে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি যোগ দেইনি। তবে ঘটনাটির সম্পর্কে অবগত রয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, একজন বিদেশি নারীর সঙ্গে এমন বিয়ের আয়োজন। তবে বিষয়টি পুলিশ কিংবা প্রশাসন অবগত নয়।



 

Show all comments
  • কামাল উদ্দিন ৬ জুন, ২০২১, ৫:১৮ পিএম says : 0
    খারাপ না ভালোই হলো
    Total Reply(0) Reply
  • দুলাল ৬ জুন, ২০২১, ৫:১৯ পিএম says : 0
    দুজনেরই এখন মার্কিন সিটিজেনশিপ পেতে সহজ হবে
    Total Reply(0) Reply
  • জহির ৬ জুন, ২০২১, ৫:২০ পিএম says : 0
    মেয়েটা কি মুসলমান হয়েছে?
    Total Reply(0) Reply
  • নওরিন ৬ জুন, ২০২১, ৫:৩১ পিএম says : 0
    আমার মনে হচ্ছে এখানে কোন আইনী জটিলতা থাকতে পারে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ