পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেডিকেল সামগ্রীগুলো দেশটির বিমানবন্দর থেকে ঢাকার পথে রয়েছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইট বার্তায় এ তথ্য জানান।
এদিকে বাংলাদেশসহ এশিয়া, উত্তর ও ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো এ মাসেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভ্যাকসিন পাবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। গত বৃহস্পতিবার এক ঘোষণায় হোয়াইট হাউজ জানায় অন্তত আট কোটি ডোজ ভ্যাকসিন জুন মাসে তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে যার প্রথম ধাপে আড়াই কোটি ডোজ ভ্যাকসিন বণ্টনের পরিকল্পনা রয়েছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ নিয়ে টুইট করেছেন। গত শুক্রবার ওই ঘোষণা সংক্রান্ত হোয়াইট হাউজের একটি লিংক শেয়ার করে মিলার লেখেন, হোয়াইট হাউস ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে করোনাভাইরসের ভ্যাকসিন সরবরাহ করবে। এই ভ্যাকসিন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মানুষের দেওয়া উপহার বলেও মন্তব্য করেন মিলার। এছাড়া সংকট শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে এই মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলেও জানান রাষ্ট্রদূত।
অন্যদিকে, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাভিস এয়ার বেইসে বিমানে মেডিকেল সামগ্রী ওঠানোর সময়ে পরিদর্শন করেছেন জানিয়ে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম টুইটে লিখেছেন, ‘কোভিড-১৯ লড়াইয়ে মার্কিন সরকারের উদার সমর্থন বাংলাদেশের ক্ষমতাকে প্রবলভাবে জোরদার করবে’। এদিকে, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসও এক বার্তায় দেশটি থেকে বাংলাদেশে ওষুধ সামগ্রী আসার তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার ও ইউএসএআইডি করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ট্র্যাভিস এয়ার বেইস বিমান পরিদর্শন করেছেন। দূতাবাসের বার্তায় দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যবান। করোনাকালে বাংলাদেশকে দেওয়া সমর্থন আমাদের মজবুত সম্পর্কের একটি প্রমাণ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।