রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চন্দনগাতী গ্রামে পাবজি, ফ্রি ফায়ার গেইম খেলা নিষেধ করায় ১০ম শ্রেণি পড়ুয়া মুরসালিন (১৭) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মুরসালিন স্থানীয় সরকারি সোহাগপুর এসকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চন্দনগাতি গ্রামে শাহ আলমের বড় ছেলে মুরছালিন নিজ বাড়ির শয়ন ঘরের ধর্ণার সাথে গলায় দড়ি আত্মহত্যা করে। এসময় তার মা তাকে নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এলাকাবাসী থেকে জানা যায়, তিনদিন আগে নিহত মুরসালিনের মা গেইম খেলা নিষেধ করে মোবাইল ফোন কেরে নিলে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। একপর্যায়ে মার সাথে মনমালিন্য হওয়ায় এই আত্মহত্যা করে বলে জানা যায়। সহকারী পুলিশ সুপার বেলকুচি উপজেলা সার্কেল সিদ্দিক আহমদ জানান, শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামে এক স্কুল ছাত্র মুরসালিন গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। এ নিয়ে কেউ কোনো অভিযোগ না দেয়ায় পরিবারের কাছেই লাশ বুঝিয়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।