Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে খামারিদের বিক্ষোভ

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০১ এএম

ইন্দুরকানীতে প্রাণিসম্পদ মেলায় খামারিরা বিক্ষোভ করেন। গতকাল শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিভিন্ন খামারিদের স্টল বরাদ্ধ দেয়া হয়। স্টলে আগত খামারিদের জন্য যথাযথ ব্যবস্থা না থাকায় খামারিরা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘিরে বিক্ষোভ করে রাস্তায় নেমে আসেন। তখন উপজেলা চেয়ারম্যান এড. এম মতিউর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মেলায় আগত খামারি বেল্লাল খান, মজিবর শেখ, হারুন হাওলাদার, শাহজাহান হাওলাদারসহ অনেকেই জানান, আমরা অনেক দূর থেকে নিজেদের খরচে মেলায় অংশগ্রহন করেছি। প্রাণিসম্পদ অফিস থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত গরু ছাগলের জন্য গো-খাদ্যের কোন ব্যবস্থা করা হয়নি। স্টলগুলো কাপড় দিয়ে করায় প্রদর্শনীতে আসা গরু-ছাগলগুলো প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায় ৩০টি স্টলের মধ্যে ১৪টি স্টলে ১টি করে গরু ছাগল ও মুরগী রেখে স্টল পরিচালনা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক নেতা জানান, আমাদের তেমন মূল্যায়ন করেনি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন, আয়োজনে একটু ত্রুটি হয়েছে। খামারিদের জন্য যে ত্রুটি হয়েছিল তা সমাধান করা হয়েছে। অংশগ্রহনকারী খামারিদের পুরস্কারে ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. এম মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, যুবলীগ সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ