Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ কোর্ট হাজত পুলিশ লাঞ্ছিত, আদালতে মামলা

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানায় সোমবার পুলিশ লাঞ্ছিত হওয়ার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে (নং ৬৯৫/১৬)। মঙ্গলবার পুলিশের এটিএসআই মল্লিক মোস্তাব আলী বাদী হয়ে মামলাটি করেন। ঝিনাইদহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর অভিযোগটি আমলে নিয়ে একমাত্র আসামী শাহরিয়ার পারভেজ রাসেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আসামী রাসেল এখন হাজতেই আছেন। উল্লেখ্য সোমবার হাজতখানায় রাসেলকে খাবার দিতে আসার সময় পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাসেলের স্বজনদের অভিযোগ খাবার দিতে ৪০০ টাকা দাবী করে পুলিশ। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার দিন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানিয়েছিলেন সেখানে তেমন কিছুই ঘটেনি। তবে মঙ্গলবার মামলা হওয়া ও আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর পর বিষয়টি খোলসা হয়। এদিকে বিষয়টি নিয়ে কোর্ট ইন্সপেক্টর আব্দুল বারী জানান, দল বেঁধে লোকজন দেখা করতে আসছিলো। আমরা বাধা দেওয়ায় আমাদের সাথে আসামী দুর্ব্যবহার করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ