Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটের মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় টোল প্লাজার এক কর্মচারী গুরুতর আহত হন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার ইজারাদার মো. হাফিজুর রহমান বলেন, দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস টোল প্লাজার সামনে পৌঁছে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং পাশে থাকা টোল প্লাজার এক কর্মচারী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ন ম খাইরুল আলম বলেন, মোল্লাহাট ও গোপালগঞ্জ সীমান্তবর্তী মোল্লাহাট ব্রিজসংলগ্ন এলাকার এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তবে ঘটনাস্থলটি গোপালগঞ্জের ভেতর বলে গোপালগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।



 

Show all comments
  • Mamun ১৩ নভেম্বর, ২০২১, ৮:৫৯ এএম says : 0
    কুইজে যেহেতু অংশগ্রহন করছি আমি খুশি আশা করি পুরুস্কার জিততে পারলে আরো বেশি খুশি হবো, আর ভবিষ্যৎ এই ধরনের কুইজে বেশি করে অংশ নেবো।
    Total Reply(0) Reply
  • Mamun ৩০ মে, ২০২২, ৬:২৭ পিএম says : 0
    আল্লাহু যেনো এই ধরনের দূর্ঘটনা থেকে আমাদের রক্ষা করেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ