Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মানিকগঞ্জে বাল্যবিয়ে : কাজীর কারাদণ্ড

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রামে বাল্যবিয়ে করানোর দায়ে মোশারফ হোসেন (৪৯) নামে এক কাজীর ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদত খন্দকার এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মোশারফ সদর উপজেলার বকজুড়ি এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে।

ইউএনও মো. শাহাদত খন্দকার বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিভিন্ন উপায়ে বিয়ে করান মোশারফ। চলতি বছরের ২৩ আগস্ট আটিগ্রামে অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ের নাম-পরিচয় গোপন করে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করান তিনি। বিষয়টি তদন্তের পর প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ