Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটের পরই বাজারে আগুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ১২:০২ এএম

বাজেট পেশের আগেই দাম বেড়েছিল সয়াবিনের। তবে বাজেটের পর গতকাল বাড়তি দামে বিক্রি হয়েছে বোতলজাত সয়াবিন তেল। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। মোটা চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ বাজার, বাসস্ট্যান্ড বাজার, কৃষি মার্কেট, টাউন হল বাজার এবং এমনটা দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সঙ্গে আলোচনা করে বড় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন আগেই। বাজেট উপলক্ষে শুক্রবার থেকে সয়াবিনের বাড়তি দামের বোতল বাজারে ঢুকেছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত ৫ লিটার বোতলের সয়াবিন বিক্রি হয়েছিল ৬৬৫ টাকায়। গতকাল তা বিক্রি হচ্ছে ৭২৮ টাকায়। একইভাবে সকাল থেকে বেড়েছে পেঁয়াজের দামও। সাধারণ পেঁয়াজ (হাইব্রিড) বৃহস্পতিবার থেকে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। যা আগে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। দেশি জাতের পাবনাসহ উত্তরাঞ্চলের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। আগে যা ছিল ৫০ থেকে ৫২ টাকায়। একইভাবে চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা। মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের চাল ব্যবসায়ী জিয়া উদ্দিন বলেন, বাজেটের কারণে মোটা চালের দাম বেড়েছে। মিনিকেট চালের দাম যেটুকু কমেছিল বাজেটের পর সেটা আগের দামে ফিরে গেছে। মোটা চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা।
পেঁয়াজ-রসুন ব্যবসায়ী মো. রাসেল শিকদার বলেন, পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। আজ থেকে দাম বাড়ার কথা। অথচ বাজেট ঘোষণার দিন থেকেই সব দোকানে বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবাই ৬৫ থেকে ৭০ টাকা দামে পাবনার পেঁয়াজ বিক্রি করছে। কুমিল্লা রাইস এজেন্সির জিয়া উদ্দিন বলেন, মিনিকেট ১ নম্বরটা বেড়ে ৬২ টাকা হয়েছিল। পরে কমে ৫৬ টাকা হয়েছিল। আজ থেকে আবার ৬২ টাকা। মোটা চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়। জিয়া জেনারেল স্টোরের মালিক মো. জহিরুল হক বলেন, আটা প্রতি কেজিতে বেড়েছে ২ টাকা। সবজি ব্যবসায়ী সবুজ হোসেন গতকাল বলেন, লম্বা বেগুনের দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়েছে একদিনে। ২৮ টাকায় কিনে ৪০ টাকায় বিক্রি করেছি। আজ ৪০ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ৪০ টাকার শসা আজ বিক্রি করছি ৫০ টাকায়। খরচসহ আগে লাউ ৩৫ থেকে ৩৭ টাকা পড়তো। বিক্রি করতাম ৪৫ টাকায়। আজ সেটা খরচই পড়েছে ৪৪ টাকা। বিক্রি করতে হচ্ছে ৫০ টাকায়।

 



 

Show all comments
  • MD Sajib Bhuyan ৫ জুন, ২০২১, ১:১০ এএম says : 0
    জনকল্যাণমুখী বাজেট তাই
    Total Reply(0) Reply
  • Md Pulok Rayhan Khukon ৫ জুন, ২০২১, ১:১২ এএম says : 0
    ভোজ্যতৈলের লাগামহীন দামবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে। কোন নিয়ম নীতি তোয়াক্কা না করেই চলতি বছরে ২ মেয়াদে ভোজ্যতৈলের দাম বৃদ্ধি করেছে। এই সমস্ত পন্যের অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান বাজেটের আলোচিত টপিক থাকে।বাজেটের সময় আসলেই জনসাধারণের দৃষ্টি থাকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দিকে। সবাই প্রত্যাশায় থাকে চলমান বাজেটে হয়তো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। অথচ এই বাজেটে ভোজ্যতৈলের কোন লিস্ট ই নাই....
    Total Reply(0) Reply
  • Aksmoy Talukder ৫ জুন, ২০২১, ১:১২ এএম says : 0
    মোবাইল, ল্যাপটপ এগুলোর দাম বাড়িয়ে দিলে কেমনে মানুষ এবং দেশ ডিজিটালাইজেশন হবে!! তাহলে সরকারের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা! এগুলোর দাম সবসময়ই কমায় রাখা উচিত।
    Total Reply(0) Reply
  • Ziaul Huq ৫ জুন, ২০২১, ১:১৩ এএম says : 0
    নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর কোন লক্ষণ দেখিনা। বরং বাড়ানো হয়। সাধারণ মানুষ এই বাজেট দিয়ে কি করবে যদিনা তাদের কোন উপকারে আসে। চাল,ডাল,তেল সহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো হোক।
    Total Reply(0) Reply
  • Ala Uddin ৫ জুন, ২০২১, ১:১৩ এএম says : 0
    তৈল চাউল পেঁয়াজ ডাল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতি লিস্টেও নেই বাড়তি লিস্টেও নাই। তার মানে এগুলো সরকার নিয়ন্ত্রণ করেনা এগুলো নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট অর্থাৎ সাধারণ মানুষের জীবন জীবিকা তাদের হাতেই বন্দী। চলছে চলবে।
    Total Reply(0) Reply
  • Kuntal Das ৫ জুন, ২০২১, ১:১৩ এএম says : 0
    সরকারের অর্থ বাজেট আমি তেমন বুঝি না ।। বিডির দাম বাজাইছেন অসুবিধা নাই , শুধু অনুরোধ মতিঝিল টু যাত্রীবডি রুটের যে কোন পাবলিক পরিবহনে বাড়ার দাম বাডায়েন না আমাদারে গরীবের আর কত্ত পকেট খালি করবেন মাননীয় , অর্থমন্ত্রী ?
    Total Reply(0) Reply
  • G K Shabuj ৫ জুন, ২০২১, ১:১৪ এএম says : 0
    যেগুলো বাড়ার অলরেডি বেড়ে গেছে সামনে আরো বাড়বে।আর যেগুলো কমার সেগুলো কবে কমবে আল্লাহ ভালো জানে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ