বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছে।
ঈদের ছুটি শেষে বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে মঙ্গলবার ভোরে সিলেটের লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম ফারহান তানভীর প্রিয়ন্ত। প্রিয়ন্তের বন্ধু মাহফুজুর রহমান নাফি জানান, ভোর পাঁচটার দিকে বাস স্ট্যান্ড থেকে রিকশাযোগে সিলেটের লামাবাজার এলাকায় পৌঁছলে ছুরি হাতে তিনজন লোক এসে তাদের পথরোধ করে। এসময় তাদের সাথে যা কিছু আছে তা দিয়ে দিলেও প্রিয়ন্ত তার মোবাইলটি না নিতে বারবার অনুরোধ করতে থাকে তাদের। বাবার শেষ স্মৃতি বললেও মন গলেনি ছিনতাইকারীদের। একপর্যায়ে তার দুই কাঁধ ও বাম উরুতে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রিয়ন্তকে ফেলে মোবাইলটি নিয়েই পালিয়ে যায় ছিনতাইকারীরা। বর্তমানে সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ নিয়ে পেট্রোলিয়াম এন্ড মাইনিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হাওলাদার জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক চিকিৎসা শেষে সে এখন অনেকাংশেই আশংকামুক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।