Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীর মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ৯:৫২ পিএম

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রী ইমাদুল হক (৫৩) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বাঘরপাড়ার বারেক মোল্লার ছেলে। বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক পলাশ কুমার দাশ জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য স্ত্রীকে সাথে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। লাস্ট স্টেজে থাকায় চিকিৎসকরা তাকে ফেরত পাঠান। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর রোগী হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বক্ষব্যাধি হাসপাতালে পাঠান। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই সন্ধ্যায় মারা যান। তিনি ও তার স্ত্রী করোনা নেগেটিভ ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ