বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : পল্লী বিদ্যুতের মিটার রিডিংয়ের সময় প্রাচীর ধসে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৯) নামের এক মিটার রিডারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিদ্দিক নাটোরের সিংড়া উপজেলার কয়ড়াবাড়ী গ্রামের কৃষক আবুল কাশেম এর ছেলে।
মঙ্গলবার সকাল ১০টায় জানাযা শেষে দমদমা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একজন মিটার রিডার।
সোমবার বিকেলে বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চল রাজাপুর ইউনিয়নের কুটোরবাড়ী গ্রামে মিটার রিডিংয়ে যান। ওই গ্রামের জনৈক ব্যক্তি জিলাল হোসেনের বাড়ির মিটার রিডিংয়ের সময় গেটের প্রাচীর ধসে পড়ে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।