Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের ইন্তেকাল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ৭:০৮ পিএম

ষাটের দশকের তুখোড় ছাত্রলীগ নেতা, স্বাধীনতা পূর্ব কেন্দ্রীয় কমিটির সদস্য, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি, কক্সবাজার জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম জাতীয় কমিটির সদস্য, গেরিলা বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান আর নেই।

তিনি আজ শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদ করতে গিয়ে বিশেষ ক্ষমতা আইনে টানা তিন বছর কারাভোগ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি এক নম্বর সেক্টরে গেরিলা যুদ্ধের সমন্বয়কারী ছিলেন। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে সম্মুখ যুদ্ধে বিএলএফের অপারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গোলাম রব্বান ১৯৪৪ সালের ২৫ ডিসেম্বর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য জাফর আলম, আশেকুল্লাহ রফিক ও কক্সবাজার প্রেস ক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ