Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলে শিবির নেতাসহ আটক ১৮

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলে পুলিশের অভিযানে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াসহ (২৪) বিভিন্ন মামলা ও অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। নড়াইল সদর ও লোহাগড়া থানা থেকে ৭ জন করে এবং কালিয়া ও নড়াগাতী থানা থেকে ২ জন করে আটক করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কক্ষ থেকে জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, ছাত্রসংবাদ পত্রিকা, সদস্য ফরমসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ