পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণী দিয়েছেন। ৩৬ বছরে পদার্পণ উপলক্ষে তিনি পত্রিকার সম্পাদক, কর্মরত সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপি মহাসচিব বাণীতে বলেন, দেশের দুঃসময় ও গণমাধ্যমের চরম সঙ্কটকালে দৈনিক ইনকিলাব ৩৬ বছরে পদার্পণ করেছে। এটি অবশ্যই আনন্দের বিষয়। দৈনিক ইনকিলাব বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে সর্বদা সোচ্চার। জনগণের অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে সব সময় এ পত্রিকাটি একাত্ম ছিল। প্রতিষ্ঠার পর তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নির্ভীক সাংবাদিকতা দৈনিক ইনকিলাবকে অতি অল্প সময়ে জনপ্রিয় সংবাদপত্রে পরিণত করে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। গণমাধ্যম নানাভাবে আক্রমণের শিকার হচ্ছে। সাংবাদিকদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। চালানো হচ্ছে নিপীড়ন নির্যাতন। যে কাউকে যে কোন সময় গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। গত এক বছরে ৪২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই দুঃসময়ে ইনকিলাব সাহসের সাথে সরকারের দুর্নীতি এবং দুঃশাসনের কথা জনগণের সামনে প্রকাশ করছে- সে জন্য ধন্যবাদ জানাই।
তিনি বলেন, এই দেশের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী মানুষদের কথা ইনকিলাব নির্দ্বিধায় তুলে ধরছে। বিশেষ করে, দেশের জনগণের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে ইনকিলাব বলিষ্ঠ ভূমিকা পালন করছে। ইনকিলাব তার ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই ও সংগ্রাম, তাতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ইনকিলাব দীর্ঘজীবী হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।