Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারিগরি ও মাদরাসা বিভাগে বরাদ্দ ৯১৫৩ কোটি টাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১১ এএম

২০২১-২০২২ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯৪ হাজার ৮৭৭ কোটি টাকা। এর মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৯ হাজার ১৫৩ কোটি টাকা। যা চলতি অর্থবছরে ৭ হাজার ৫৭৭ কোটি টাকা (সংশোধিত)। এবার এই বিভাগে বরাদ্দ বৃদ্দির প্রস্তাব করা হয়েছে এক হাজার ৫৭৬ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন উপলক্ষে বাজেট বক্তৃতায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য এই প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মানসম্পন্ন কারিগরি, ভোকেশনাল ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে কারিগরি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভূক্তি করার পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণে সাধারণ জনগোষ্ঠি উদ্বুদ্ধ হচ্ছে। এই ক্ষেত্রে বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের এককালীন অনুদান প্রদান করা হচ্ছে।

মাদরাসা শিক্ষার বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, মাদরাসা শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত মাদরাসাসমূহের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এক হাজার ৮০০টি মাদরাসায় নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া রুম স্থাপন এবং মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি কার্যক্রম চলমান থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ