Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনার জন্য ১০ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১২ এএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত অর্থবছরের মতো ২০০২১-২০২২ প্রস্তাবিত বাজেটেও অপ্রত্যাশিত জরুরি প্রয়োজনের ব্যয় মেটাতে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য খাতের জন্য ৩২ হাজার ৭৩১ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে বাজেট বক্তৃতায় বলেন, গত বছরের বাজেটের মতো এবারও সরকার মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মহামারি মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটাতে আগামী অর্থবছরে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করছি। তিনি বলেন, সরকার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য বড় বরাদ্দ করেছে। তবে, মহামারি প্রাদুর্ভাবের এক বছর পেরিয়ে গেলেও বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে গেছে।

এ ছাড়া তিনি জানান, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গবেষণার অগ্রগতির জন্য ১০০ কোটি টাকার একটি ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করার হয়েছে। উল্লেখ বিগত অর্থ বছরেও করোনার জন্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ