Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে গবেষণা প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৭:০৬ পিএম

‘বাংলাদেশের পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে জলবায়ু পরিবর্তন সহিষ্ণু ফসলের জাত সমূহের গ্রহণের মাত্রা এবং মাঠ পর্যায়ে এর উৎপাদনশীলতার প্রভাব’ শীর্ষক এক গবেষণা প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সকাল ১১ টার দিকে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খানের সভাপতিত্বে এবং কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদ সাত্তারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল। কর্মশালায় প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ^াস। এছাড়াও বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক এবং বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. হাসনীন জাহান বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকাতে ধান ও গমের জলবায়ু পরিবর্তন সহিষ্ণু জাতসমূহের গ্রহণের মাত্রা কি কি নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা বোঝার চেষ্টা করা। এছাড়াও এই প্রক্রিয়ার সমস্যা সম্পর্কে জানা এবং মাঠ পর্যায়ে উৎপাদনশীলতার উপরে এর প্রভাব নিরুপন করা এর উদ্দেশ্য। এই গবেষণার ফলাফল জলবায়ু পরিবর্তন সহিষ্ণু ধান ও গমের জাতসমূহের গ্রহণের মাত্রা বাড়ানোর কৌশল নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার জন্য সহায়ক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ