পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০২১-২২ অর্থবছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য অর্থ বরাদ্দ বেড়েছে। আজকের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৭০২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩২০ কোটি টাকা এবং উন্নয়নের জন্য ৩৮২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে বরাদ্দের পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, ‘২২টি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন, প্রবাসী কর্মীদের বিদেশে আরও নতুন সাতটি শ্রম কল্যাণ উইং স্থাপন এবং আটটি বিভাগীয় শহরে আটটি কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিজস্ব ভবন স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। ফলে বিদেশে আরও বেশি জনশক্তি রফতানি সম্ভব হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।