Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাজেটে নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর উদ্যোগ নেই : মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৬:২২ পিএম

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতানুগতিক। এ বাজেটে নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর কোন উদ্যোগ নেই। তিনি এই বাজেট প্রত্যাখ্যান করেছেন। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ঋণ নির্ভর ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। করোনা মহামারির এই মহা সংকট মোকাবিলা করতে যে ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম, তার কোন ছায়া খুঁজে পাইনি এই গতানুগতিক ধারার বাজেটে। বরাবরের মতই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখে সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে। করোনা মোকাবিলায় কোন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা নেই।

উপরন্তু বেসরকারি চিকিৎসা খাতকে কর মওকুফ সহ বিভিন্নভাবে প্রণোদনা দেয়া হয়েছে। এতে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তদের চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ আরো সীমিত করা হল। তিনি বলেন, গত ১৩ বছর ধরে সরকার দুর্নীতির যে মহোৎসব চালাচ্ছে, তা অব্যাহত রাখার সকল আয়োজন আছে এই বাজেটে।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ৩ জুন, ২০২১, ৬:৫৭ পিএম says : 0
    দরিদ্র শিক্ষা ক্ষেত্রে বাজেট পরিপূর্ণ হয় নাই।
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ৩ জুন, ২০২১, ৬:৫৭ পিএম says : 0
    দরিদ্র শিক্ষা ক্ষেত্রে বাজেট পরিপূর্ণ হয় নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ