Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ার জেরে সিলেটে এক এডভোকেটকে হত্যা, গ্রেফতার হলেন স্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৫:২৬ পিএম

পরকীয়া প্রেমের জেরে এডভোকেট আনওয়ার হোসেন হত্যা মামলায় স্ত্রী শিপা বেগমকে গ্রেপ্তার করেছে এসএমপি পুলিশ। বুধবার (২ জুন) দিবাগত রাত প্রায় পৌনে ৩ টার দিকে তালতলা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। নিহত আনওয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেনের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হলেন স্ত্রী শিপা। মঙ্গলবার (১ জুন) পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও গ্রেপ্তারকৃত শিপা বেগমকে দ্বিতীয় আসামি করে মোট ৮ জনের নাম উল্লেখ করে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপরই শিপা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এসএমপির কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, এডভোকেট আনওয়ার হোসেনের ভাই বাদী হয়ে দায়েকৃত হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শিপা বেগমকে। এদিকে মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট এএসএম আব্দুল গফুর বলেন, এডভোকেট আনোয়ার হোসেন নগরীর তালতলা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন তিনি। কিন্তু তাঁর অগোচওে তার স্ত্রী শিপা বেগম জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্ক। শাহজাহান চৌধুরী মাহি নামের এক যুবক তার পরকীয়া প্রেমিক। এর জেরেই হত্যা করা হয় আনওয়ার হোসেনকে। গত ৩০ এপ্রিল তারিখে সেহরি খেয়ে ঘুমান আনোয়ার হোসেন। পরদিন দুপুর প্রায় ৩ টার দিকে স্ত্রী সবাইকে জানান মারা গেছেন আনোয়ার হোসেন। পরে দাফন করা হয় তাকে। কিন্তু পরবর্তীতে আনোয়ার হোসেনের পরিবার জানতে পারেন পরকীয়ার জেরে স্ত্রী সহ কয়েকজন মিলে হত্যা করেছেন আনোয়ার হোসেনকে। এজন্য চলতি মাসের ১ তারিখ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। পরে আদালতে শোনানি শেষে কোতোয়ালী থানার ওসিকে ৩০২ ধারায় মামলা রুজু করে আদালত নির্দেশ দেন আইনগত ব্যবস্থা গ্রহণের।

 



 

Show all comments
  • Dadhack ৩ জুন, ২০২১, ৬:৩৫ পিএম says : 0
    No Islam No Peace.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ