Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় শহরের বাইরে হাসপাতাল প্রতিষ্ঠায় ১০ বছরের কর অব্যাহতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৪:৫২ পিএম

প্রস্তাবিত বাজেটে বড় শহরের বাইরে অন্যান্য শহরে হাসপাতাল প্রতিষ্ঠায় কিছু শর্ত মানলে ১০ বছরের কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেছেন।
বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে প্রত্যেক নাগরিকের জন্য সুলভ এবং মান সম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিচ্ছে। ইতোমধ্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবার উন্নতি সাধারণ হয়েছে। তবে বেসরকারি খাতের এসব ভূমিকা শহরকেন্দ্রিক। ফলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে মানসম্মত স্বাস্থ্যসেবাকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলার বাইরে সহজলভ্য করার লক্ষ্যে এ খাতে কর প্রণোদনার প্রস্তাব করছি।

এসব জেলার বাইরে অন্যান্য জেলায় শিশু ও নবজাতক, নারী ও মাতৃস্বাস্ত্য, অনকোলজি, ওয়েল বিং ও প্রিভেন্টিভ মেডিসিন ইউনিট থাকা সাপেক্ষ ণূন্যতম ২৫০ শয্যার সাধারণ এবং ণূন্যতম ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপিত হলে শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাব করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ