Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাধারণ মানুষের নয়, সরকারের মদদপুষ্টদের উন্নয়ন হচ্ছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৪:৪৭ পিএম

এখন সাধারণ মানুষের নয়, সরকারের মদদপুষ্টদের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার যে বলছে উন্নয়নের কথা। সেই উন্নয়ন কার? সেই উন্নয়ন শুধু যারা এই সরকারের মদদপুষ্ট, যারা সরকারের প্রশ্রয় পেয়েছে, আশ্রয়ে রয়েছে তাদের প্রবৃদ্ধি হয়েছে, হচ্ছে। সাধারণ মানুষের কোনো স্থান নেই। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমাদেরকে রাস্তায় নামতে হবে, নির্ভয়ে আমাদেরকে কাজ করে বিজয় অর্জন করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে সরকার যে বড় বড় কথা উন্নয়ন। কোন উন্নয়ন, কাদের উন্নয়ন? এই উন্নয়ন শুধু তাদের যারা এদেশকে শাসন করছে, তাদের পকেট বোঝাই হচ্ছে আর সাধারণ মানুষ একেবারে গরীব থেকে গরীব হচ্ছে। নতুন বাজেট আজকে দিতে যাচ্ছে। এই বাজেট নিয়ে পত্র-পত্রিকায় আমরা যেটা দেখলাম, সেখানে পরিস্কারভাবে দেখতে পারছি সাধারণ মানুষের অর্থনৈতিক কোনো উন্নয়নের কোনো জায়গা নেইএ

বিরোধী দলের ওপর সরকারের এক দশকের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আজকে আমাদের এই গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের দলের ৩৫ লক্ষ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের ৫‘শ উপরে নেতা-কর্মী গুম হয়েছেন আমাদের ইলিয়াস আলীসহ, হাজারো নেতা-কর্মী খুন হয়েছেনম মৃত্যুবরণ করেছেন। এখনো আমাদের দেশে একইভাবে একটা ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিবাদের নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে চরমভাবে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের জাতিকে মুক্তির কোনো সম্ভাবনা নেই।

১৯৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জিয়াউর রহমানের অংশগ্রহনের দিবসটি স্মরণে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপদযাপন কমিটির উদ্যোগে ‘১৯৭৮ সালের ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচনে: বহুদলীয় গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং একদলীয় শাসনের অবসান’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।ওই নির্বাচনে জিয়া জাতীয়তাবাদী ফ্রন্ট এবং এমওজি ওসমানী সম্মিলিত বিরোধী দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন।

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র ফিরিয়ে না আনা গেলে দেশের মুক্তি নেই। সেজন্য আসুন দলমত নির্বিশেষে সকল গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তিকে এক হতে হবে। আমরা সকলের এক হয়ে এই ফ্যাসিবাদের অবসান ঘটাতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে সরকার বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আজকের যে পরিস্থিতিতে বিএনপির এই উপলব্ধি আমার ভালো লেগেছে যে, গণঅভ্যুত্থান ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সেই গণঅভ্যুত্থান কী রকম করে হবে? সেটা কী আরব বসন্ত আমাদের উদাহরণ, সেটা কী মিয়ানমার আমাদের উদাহরণ অথবা দিল্লীতে যে আন্দোলন ছয় মাস হয়েছে সেটা আমাদের উদাহারণ। মিয়ানমার সফল হয়নি, এখন পর্যন্ত দিল্লীতে সফল হয়নি। অতত্রব সমস্ত দিক বিবেচনা করে আমরা যখন বলব, গণতন্ত্র বিনির্মাণ করছি, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মান করছি। আমি মনে করি সেই লড়াইটা কেবলমাত্র একটা ক্ষমতার পরিবর্তনের লড়াই না। সেটা পরিপূর্ণভাবে জীবনবোধ, মূলবোধ, সমাজ পরিচালনার যে নীতিমালা সব কিছু থাকতে হবে। সেটা মনে করে আজকের দিনে জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করে আমাদের সেই বিবেচনার দিকে যাওয়া উচিত।

গণফরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনগণের স্থাপন করার যে কয়টি পদ্ধতি আছে সবগুলো চুরমার করে দিয়েছে। এই যে ১২ বছরের অধিককাল সময়ে এই সরকার দেশে কোনো একটা ভোট সঠিকভাবে করতে দিচ্ছে না। তারা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তারা নির্বাচন করতে দেবে না, অংশগ্রহনও করতে দিচ্ছে না। সরকার পুরো নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আসুন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারা বাংলাদেশ এর একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমূখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ