Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নিকলীতে গ্রামবাসীর হাতে গরুচোর আটক

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৩:৪২ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশার সীমান্তবর্তী নানশ্রী ( গয়বরভিটা ) গ্রামে । আজ বৃহস্প্রতিবার ভোর ৬ টার সময় লাল রঙের এক টি ষাড় গরু নিয়ে গয়বরভিটা রাস্তার পাশের দোকানে বসে চোর জন মিলে বিস্কিট খেতে থাকে। এমন সময় গ্রাম পুলিশ আক্কাস এসে চোদের জিজ্ঞাসা করে গ্রু কোথা থেকে এনেছো । এমন প্রশ্নের উত্তর চোর দুজন গ্রাম পুলিশকে জানায় শশুর বাড়ি থেকে এনেছি । বিভিন্ন প্রশ্নের মুখে চোর দুজন মিথ্যা তথ্য দিতে থাকে । কিছু ক্ষনের মধ্যে গ্রামের মানুষের ছোটা ছোটিতে এক পর্যায়ে চোরেরা হাওরের দিকে দৌড়ে পালাতে চেষ্টা করলে গ্রামের লোকজন আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে থানায় নিয়ে যায় এলাকা বাসী জানায় অতিসম্প্রতি নানশ্রী গ্রাম থেকে ৬ টি ষাড় গরু চুরি সহ দোকানের লাখ টাকার মালা মাল চুরি হয় । বিষয়টি নিয়ে নিকলী থানার এস,আই মোহসিনের সাথে কথা হলে তিনি বলেন দুজন গরু চোরকে থানা হেপজা জতে রাখা হয়েছে এরা হলো করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মতি মিয়ার ছেলে জাহাগীর ( ১৯ ) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরি হাটীর আব্দুল কুদ্দুসের ছেলে শামিম ( ১৮ ) পুলিশের জিজ্ঞাসাবাদে চোরেরা জানায় গরু টি নিকলী উপজেলার টেংগুরিয়া গ্রামের ইদিস আলীর ছেলে মিরহাজ উদ্দিনের বাড়ি থেকে চুরি করে এনেছে । তাদেরকে আগামী কাল আদালতে প্রেরন করা হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ