Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১৪ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। তাদের মধ্যে মধ্য বাড্ডা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দ্বিতীয়তলা থেকে পড়ে মো. সোহাগ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টায় কাজ করার সময় অসাবধানবশত তিনি ভবনের দ্বিতীয়তলা থেকে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোহাগের বাড়ি বরগুনা জেলার সদর থানায়। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের সহকর্মী রুহুল আমিন বলেন, আমরা একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ অসাবধানবশত সে নিচে পড়ে যায়। এতে তার মাথার পেছনে কেটে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে একই দিন দুপুরে দক্ষিণ কমলাপুরে আকলিমা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক নারী আত্মহত্যা করেছেন। নিহতের বোনের স্বামী জনি চৌধুরী বলেন, স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মনমালিন্য হয়ে থাকতে পারে। তার ২ মেয়ে। বড় মেয়ে রোজা অষ্টম শ্রেণিতে পড়ে। আর ছোট মেয়ে অরিনের ৬ বছর বয়স। কমলাপুরে ভালো চাকরি করত। আপা ৪ মাসের অন্তঃসত্ত¡া ছিল। কী এমন হলো যে বারান্দায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল? তার বাচ্চাদের কথা চিন্তা করল না। তিনি আরও জানান, মতিঝিলের দক্ষিণ কমলাপুরেরে ৮৪/৩ বাসার ৪র্থ তলায় স্বামী নাজমুল হাসান ও ২ মেয়েকে নিয়ে নিজেদের বাসায় থাকতেন আকলিমা।

মতিঝিল থানার এসআই মো. সুজন বলেন, প্রাথমিকভাবে জানতে পারি, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে ওয়ারীতে তানিয়া নামে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে গৃহকর্তীর দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে ওয়ারীর অভয় দাস লেন এলাকার একটি বাড়ির সাত তলা ফ্ল্যাট থেকে শায়িত অবস্থায় গৃহকর্মী তানিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

ওয়ারী থানার এসআই মফিজ উদ্দিন জানান, গত তিনদিন আগে গৃহকর্মী তানিয়া ওই বাসায় কাজে যোগদান করে। বাসায় গৃহকর্তী পুলিশকে জানিয়েছেন, জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তানিয়া আত্মহত্যা করেছে। বিস্তারিত জানান চেষ্টা করা হচ্ছে। মৃত ওই কিশোরীর বাবার নাম লেখমত আলী। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।

এছাড়াও গত মঙ্গলবার রাতে শাহবাগের দোয়েল চত্বরের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবুল হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহতের বাবা আব্দুল মতিন জানান, আমার ছেলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল থেকে এক কর্মচারী ফোন করে জানায় আমরা ছেলে নাকি এক্সিডেন্ট করেছে। আমি মেডিকেলে এসে আমার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই। তিনি জানান, আমাদের গ্রামের, লক্ষ্মীপুর সদর উপজেলায়, পশ্চিম সৈয়দপুর গ্রামে। বর্তমানে থাকি ৩২৪ এলিফ্যান্ট রোড মেডিকেল স্টাফ কোয়ার্টারে। রনি ইস্টার্ন মল্লিকা একটি মোবাইল সার্ভিসের দোকানে কাজ করত।

অপরদিকে রামপুরায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ রায়হান নামে এক যুবকের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের নিচে স্লুইস গেইট সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে রায়হান ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেই খাল থেকে রায়হানের লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা বাবুল মিয়া জানান, আমরা জানতে পেরেছি, সকালের দিকে রায়হানসহ দুইজন মিলে ওইখানে মাছ ধরতে গিয়েছিল। একপর্যায়ে রায়হান পানিতে ডুবে যায়। পরে পৌনে ১১টায় সংবাদ পেয়ে ওইখানে তল্লাশি চালিয়ে কিছুক্ষণ পরেই ডুবুরিরা রায়হানের লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ গেল পাঁচজনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ