Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধস্তন আদালতে বিচার কার্যক্রম পরিচালনার নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১২:০২ এএম

সশরীর উপস্থিতি ছাড়া বিচার কার্যক্রম পরিচালনায় অধস্তন আদালতগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবরে স্বাক্ষরে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতিতে সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি আপিল, রিভিশন মামলা শুনানি করে নিষ্পত্তি করবেন। পক্ষদের উপস্থিতি বা সাক্ষ্য গ্রহনের আবশ্যকতা নেই এরূপ দেওয়ানি আপিল, রিভিশন, রিভিউ এবং দেওয়ানি মোকদ্দমা ও বিবিধ মামলা নিষ্পত্তি করবেন।

ইতোমধ্যে যেসব দেওয়ানি মোকদ্দমায় যুক্তিতর্ক শুনানি বা রায় প্রচারের জন্য ধার্য তারিখ অতিক্রান্ত হয়েছে সেসব মোকদ্দমা ও বিবিধ মামলায় পুনরায তারিখ ধার্য করে দ্রুত নিষ্পত্তি করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ