Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার ৩ থানা এলাকায় কঠোর বিধিনিষেধ ৪ জুন থেকে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ২:২৯ পিএম

খুলনা মহানগরীর তিনটি থানা এলাকায় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বুধবার দুপুরে ডিসি অফিসে খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এক সপ্তাহের কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, খুলনা লকডাউন করার কোনো প্রয়োজন নেই। তবে আগামী ৪ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখা হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী বলেন, আপাতত লকডাউনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আলোচনার বিস্তারিত পরে জানানো হবে।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ বলেন, এক সপ্তাহের জন্য খুলনা সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকায় কাঁচা বাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সকল দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক সপ্তাহ দেখা হবে। প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ