বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উপহার হিসেবে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার বিপুল সংখ্যক দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি টাকার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রায় শেষ পর্যায়ে। করোনা সংকটের কারণে কোন মানুষ যেন খাদ্য কষ্টে না থাকেন সে লক্ষে প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে সারা দেশের মত দক্ষিণাঞ্চলের অসহায় মানুষের মাঝেও গত রমাজান মাস থেকেই খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে।
বিগত রমজানে নুডুলস, সেমাই ও চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও বিপুল সংখ্যক অসহায় মানুষের মাঝে চাল,ডাল, ভোজ্য তেল, গোল আলু, সাবান, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরন করা হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর এসব উপহার সমগ্রী বিতরন করা হচ্ছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলের ৬টি জেলার জেলা প্রশাসকগন ছাড়াও বরিশালের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মোঃ সাইফুল আহসান বাদল পুরো কার্যক্রমটি নিবিড় তত্বাবধান করছেন বলে জানা গেছে।
এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমে বরিশাল,পটুয়াখালী ও ভোলা জেলার জন্য ২০ লাখ টাকা করে এবং পিরোজপুর জেলার জন্য ১৫ লাখ টাকা বরাদ্ব করা হয়েছে। এছাড়া বরগুনা ও ঝালকাঠী জেলার অসহায় মানুষের জন্যও ১০ লাখ করে ২০ লাখ টাকা বরাদ্ব করা হয়েছে বলে বরিশাল বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।