পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেশে পৌঁছেছে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা। সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এই টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সোশ্যাল মিডিয়ায় ফাইজারের এই টিকা পৌঁছানোকে স্বাগত জানাচ্ছে নেটিজেনরা।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) গৃহীত বৈশ্বিক উদ্যোগ 'কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট'-এর মাধ্যমে ফাইজারের এ টিকা আসছে।
ফাইজারের টিকাকে স্বাগত জানিয়ে নীল নির্ঝর তার ফেইসবুকে লিখেন, ‘যাক অবশেষে ফাইজারের টিকা দেশে আসলো। এই টিকার উপর কিছুটা হলেও ভরসা করা যায়।’
সেলিম আহমেদ লিখেন, ‘ফাইজার নাম্বার ওয়ান। আমি নিজে দিয়েছি, অনেক ভালো কাজ করে।’
সুষ্ঠভাবে এই টিকা বন্টনের আহ্বান জানিয়ে অমিত কুমার লিখেন, ‘এই ভ্যাকসিনগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আর বন্টনটাও যেন সুষ্ঠভাবে হয় সেই দিকে বিশেষ নজর দিতে হবে।’
আগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের টিকা প্রদানের দাবি জানিয়ে রফিকুল ইসলাম লিখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই টিকা যেন প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়। কারণ প্রবাসীরা হচ্ছে এই দেশের অর্থনৈতিক চাকা মজবুত রাখার মুল হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে নেন।’
শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের টিকা দিয়ে স্কুল-কলেজ খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন আমিনা বেগম। তিনি লিখেন, ‘আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই টিকা পাওয়ায় আমরা খুবই আনন্দিত এবং যারা দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞ। এবার সরকারের কাছে অনুরোধ, এগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেয়া হোক এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করা হোক।’
সাইফুল্লাহ কাজী লিখেন, ‘অনেক হতাশার মাঝে এটা খুবই ভালো খবর। এই টিকায় ভালো ফল পাওয়া গেলে এগুলো আরও আনার ব্যবস্থা করা হোক।’
এমডি পল্টন চৌধুরী লিখেন, ‘আলহামদুলিল্লাহ, ফাইজারের টিকা যেহেতু দেশে এসেছে, এবার সুযোগ পেলে আমি টিকার ডোজ নিয়ে নিবো।’
‘শুধু ভারতের আশা বসে না থেকে আরও আগে থেকেই অন্য দেশের সাথে যোগাযোগের মাধ্যমে টিকা আনার চেষ্টা করা উচিত ছিলো’ বলে মনে করছেন রোমান কবির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।