Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশেদ চিশতির জামিন বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০০ এএম

অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় অধুনালুপ্ত ফারর্মার্স ব্যাংকের পরিচালক রাশেদুল হক চিশতির জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে মামলাটির বিচার দ্রæত নিষ্পত্তিরও আদেশ দেয়া হয়। এর আগে এই মামলায় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। রাশেদ চিশতি ১৫৯ কোটি টাকা পাচার মামলার আসামি। রাশেদ চিশতির পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এএফ হাসান আরিফ। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
তিনি জানান, ২০১৮ সালের ১০ এপ্রিল দুদক ফার্মার্স ব্যাংক থেকে ১৫৯ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে মামলা করে। ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), তার স্ত্রী রোজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির চাকরিচ্যুত এসভিপি জিয়া উদ্দিন আহমেদ ও তৎকালিন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খানকে
আসামি করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ