বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গীতে হাজী মাজার বস্তি এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রোকন শিকদার। সে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার তোতা শিকদারের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। র্যাব-১ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আ ন ম ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী রোকন শিকদার ওই এলাকায় অবস্থান করছে। পরে র্যাব সদস্যদের নিয়ে হাজী মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী নিহত হন। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোকন শিকদার নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।