বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘ত্রাণ নয়, ভিক্ষা নয়, অতি দ্রæত টেকসই বেড়িবাঁধ চাই’ সেøাগানে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক কমিটির আয়োজনে কৈবর্ত্যখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ত্রাণ বা ভিক্ষা চাই না। আমাদের এলাকাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ দরকার। না হলে এলাকার ভাঙন রোধ করা সম্ভব হবে না। বেড়িবাঁধটি ভাঙা ছিল আগেই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। যেটি অতি দ্রæত মেরামত করা দরকার। প্রধানমন্ত্রী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই ১১ কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ ৪নং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনাম মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চয়ন খান, স্থানীয়দের পক্ষে জাফর হাওলাদার, আলামিন হাওলাদার, বিপ্লব হাওলাদার, যুব স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি মো. রাসেল হাওলাদারসহ আরো অনেকে। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।