Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০১ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগ এনে এক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলাটি দায়ের করেন নিহতের বাবা।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাঠমিস্ত্রি স্বপন মিয়া একই ইউনিয়নের আমোদপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে আছমাকে বিয়ে করে। বিয়ের পর তাদের ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান নিয়ে উচাখিলা বাজারে বসবাস করেন। কিন্তু ওই বাসায় তার অনুপস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রায়ই আসা যাওয়া করতেন।
বিষয়টি স্বামী স্বপন তার স্ত্রীকে চেয়ারম্যান বাসায় আসার জন্য নিষেধ করায় শুরু হয় তাদের মধ্যে পারিবারিক কলহ। একপর্যায়ে চেয়ারম্যানের পরামর্শে ২০১৭ সালে স্ত্রী আছমা স্বামী স্বপনকে তালাক দেয়। পরে চেয়ারম্যানের সহযোগিতায় তালাকপ্রাপ্তা আছমা ছেলেকে বাবার কাছে রেখে তিন কন্যাকে নিয়ে উচাখিলা বাজারে ইউপি আ.লীগের সভাপতি ও চেয়ারম্যানের বড় ভাইয়ের বাসার সাথে একটি কৃষি বিভাগের সরকারি পরিত্যক্ত ভবন সিড স্টোরে বসবাস শুরু করেন।
কিন্তু এ বাসায় চেয়ারম্যান শফিক নিয়মিত যাতায়াত করার সুযোগে মিথ্যা প্রলোভনে ওই মিস্ত্রির মেয়ের (১৬) সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ওই কিশোরীকে ওষুধ সেবন করান চেয়ারম্যান। অন্তঃসত্ত্বা থাকায় ওষুধ সেবনের পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গত ৯ মে ওই কিশোরীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার আরো অবনতি হলে পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ভর্তির একদিন পর ওই কিশোরী মারা যায়।
পরে নিহতের বাবা বিষয়টি জানতে পেরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ইউপি চেয়ারম্যান ও তার বড় ভাই ইউপি আ.লীগের সভাপতি মঞ্জুরুল হকসহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, আদালতের আদেশ পেয়ে মামলাটি নথিভুক্ত করা হয়েছে, তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ