পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
মো. আবদুর রউফ সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। কর্মসংস্থান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মো. আবদুর রউফ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ওঈই)-এ তার কর্মজীবন শুরু করেন। তিনি ওঈই-এর মহাব্যবস্থাপক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ওঈই ঈধঢ়রঃধষ গধহধমবসবহঃ খঃফ-সহ বিভাগীয় প্রধান ও শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রউফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ওইই-এর আজীবন সদস্য। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা অন্তর্গত জাহাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকা- যেমন- কলেজ, স্কুল, মসজিদ ও মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত আছেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।