বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আড়াইশ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলার ৪২টি উপজেলার প্রায় ১৪ হাজার গৃহহীন ও অসচ্ছল পরিবারের মাঝে ঘর ও জমি বিতরন কার্যক্রম শেষ পর্যায়ে। এ ‘জমি নেই ঘর নেই’ প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ে প্রায় ১০৫ কোটি টাকা ব্যায়ে ৬ হাজার ৮৮টি পরিবারের মাঝে গত ২০ জানুয়ারী দুই শতাংশ জমি সহ ঘর বিতরন করা হয়। চলতি মাসের মধ্যে ১৪৫ কোটি টাকা ব্যায়ে আরো ৭ হাজার ৬২৭টি পরিবারের জন্য ঘর নির্মান কাজ শেষ হচ্ছে।
সরকারের নিজস্ব তহবিলে সারা দেশে এধরনের ঘর বিতরন কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের শুরু থেকে।
‘দেশের প্রতিটি মানুষের জন্য আবাসন সুবিধা সৃষ্টি’র লক্ষ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গত বছর থেকেই সারা দেশের মত দক্ষিণাঞ্চলের গৃহহীন ও অসচ্ছল মানুষের মাঝে ঘর বিতরন কার্যক্রম গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে গত জানুয়ারী থেকে দক্ষিণাঞ্চলের ৬ হাজার ৮৮টি পরিবারের প্রত্যেককে ২ শতাংশ জমি সহ ঘর বিতরন কার্যক্রম শুরু হয়।
এসব আবাসন প্রকল্পগুলো পরিপূর্ণভাবেই বিদ্যুৎ ও পানি সুবিধা সম্বলিত। এমনকি এসব আবাসনের নিবাসীদের সন্তানেরা যাতে পড়াশোনা করতে পারে, সে লক্ষে প্রকল্প এলাকার নিকটদুরেই সরকারী প্রাথমিক বিদ্যলয়ও রয়েছে। পাশাপাশি আবাসন এলাকার কাছে কমিউনিটি ক্লিনিক সহ প্রাথমিক স্বাস্থ্য সুবিধাও নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে গভীর নলকুপও খনন করা হয়েছে। এবছরের শুরুতে হস্তান্তর হওয়া ৬ সহশ্রাধীক ঘরের প্রতটির নির্মান ব্যায় ছিল ১ লাখ ৭১ হাজার টাকা করে। প্রতিটি উপজেলার ইউএনও সহ অন্যান্য কর্মকর্তাগন এসব ঘর নির্মানের বিষয়টি সরাসরি তত্বাবধান করছেন।
এ গৃহায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলায় আরো ৭ হাজার ৬২৭টি ঘর নির্মান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। তবে আশ্রয়হীনদের জন্য এবারে নির্মানাধীন প্রতিটি ঘরের নির্মান ব্যায় দাড়াচ্ছে ১ লাখ ৯০ হাজার টাকা করে। সরকারী আবাসন প্রকল্পের এসব ঘর যেন আরো টেকসই ও অধিকতর সুবিধা সম্বলিত হয়, সে লক্ষে বরিশালের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মোঃ সাইফুল আহসান বাদল পুরো কার্যক্রমটি নিবিড় পর্যবেক্ষন সহ সার্বিক দিক নির্দেশনা প্রদান করছেন বলেও জানা গেছে।
এপ্রকল্পের কাজ শেষ হলে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সাররা দেশের সাথে দক্ষিণাঞ্চলে নির্মিত ৭ সহশ্রাধী ঘর গৃহহীন ও অসহাায় মানুষের মাঝে আনুষ্ঠনিকভাবে বিতরন কবরেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।