Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবুল খায়ের গ্রুপের ৩৩ লাখ টাকার মালামাল উদ্ধার

ডাকাত দলের মূলহোতা ও ভার্সিটি ছাত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০২ এএম

নগরীর ডবলমুরিং থানার পোস্তার পাড়ে আবুল খায়ের গ্রুপের একটি গুদাম থেকে লুট হওয়া ৩৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ডাকাত দলের মূলহোতা এবং তাদের সহযোগী পিতা-পুত্রকে পাকড়াও করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকযোগে আন্তঃজেলা ডাকাত দলের চক্রের গ্যাংলিডার মো. নূর নবী (৩০), মো. শাহজাহান (৬০) এবং তার ছেলে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী মো. এনায়েত উল্লাহ শান্ত (২৬)। গতকাল সোমবার ভোর পর্যন্ত টানা অভিযানে ওই তিনজনকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। কুমিল্লা শহরের বাগিছাগাঁও এলাকায় ওই পিতা-পুত্রের হেফাজত থেকে মালামাল উদ্ধার করা হয়।

গত ২৭ মে নগরীর পোস্তারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গোডাউনে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে একজনকে জিম্মি করে ৩৩ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়। মামলার তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি সহায়তায় সীতাকুন্ডের বারবকুন্ড এলাকা থেকে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ডাকাত মো. নূর নবীকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে, পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়। তারা চোরাই মাল কমদামে কিনে বেশিদামে বিক্রি করে আসছিল।

নূর নবীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নবী ২০ থেকে ২৫ জনের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান। তারা ট্রাক ও পিকআপযোগে ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে ডাকাতি করে। তাদের সাথে থাকে অস্ত্র, কেউ বাধা দিলে তাকে খুন করা হয়। ডাকাতির আগে তারা রেকি করে। তাদের টার্গেট থাকে সিগারেট। কারণ সিগারেট মজুদ এবং বিক্রি সহজ। সাধারণত তারা ২০ লাখ টাকার মালামাল টার্গেট করে। নূর নবীর দাবি, এর নীচে ডাকাতি করলে তাদের পোষায় না। এর আগে তারা নগরীর চান্দগাঁও কামাল বাজার এলাকার রফিক স্টোরে ২৫ লাখ টাকা মূল্যের ৭৩ কার্টন, সীতাকুন্ডের ভাটিয়ারি আফজাল হোসেনের ২২ লাখ টাকা মূল্যের ৬৩ কার্টন ও নগদ প্রায় দেড় লাখ টাকা, চাঁদপুর কচুয়ার সাইফুল স্টোর ২২ কার্টন ও নগদ সাড়ে ৪ লাখ টাকা এবং টেকনাফে ২২ লাখ টাকার সিগারেট লুট করে।

তারও আগে পতেঙ্গা থানা এলাকার আকিজ বিড়ি গোডাউন, লক্ষ্মীপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, সিলেট, সাভার, ঢাকা, রাউজান, মুন্সীগঞ্জ জেলাসহ মোট সাত বছরে ১০ জেলায় ৩০টি ঘটনায় ১০ কোটি টাকার সিগারেট লুট করেছে। শুধু এই বছরেই ছয়টি ঘটনায় কোটি টাকার উপরে সিগারেট লুট করেছে নূর নবীর বাহিনী। এ পর্যন্ত তাদের হাতে পতেঙ্গায় একজনসহ খুন হয়েছে দুইজন। নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম বড়ডেল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নূর নবী নিজ এলাকায় সংগঠক ও সমাজসেবক হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেন তিনি। গরু চুরির মাধ্যমেই তার অপরাধে হাতেখড়ি। তাদের ৩ জনকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ