Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে ব্রিজ যেন মরণফাঁদ

ঝুঁকি নিয়ে যানচলাচল

মেহেদি হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০৪ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আঞ্চলিক ব্রিজ এখন মরণ ফাঁদ।
চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন যানবাহন ও পথচারী। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির মাঝখানে বড় দুটি গর্ত থাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ও দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলার সুবিদখালী-চৈতা সড়কের মাধবখালী ইউয়িনের নতুন শ্রীনগর গ্রামে বেরেরধন খালের ওপর ১০ বছর আগে নির্মিত হয় এই ব্রিজটি। এই ব্রিজটি মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর, বাজিতা, কিসমত শ্রীনগর গ্রামগুলোর প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ যাতায়াত করেন।

স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ভেঙে যাওয়া ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রিজের মাঝখানে বড় আকারের দুটি গর্ত সৃষ্টি হয়েছে। এতে ব্রিজটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

দীর্ঘদিন বরে এমন অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ আরো বাড়ছে।

স্থানীয় অটোরিকশা চালকরা বলেন, ব্রিজটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গাড়ি উঠলেই বুকটা থরথর করে কেঁপে ওঠে। এতে যাত্রীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

উপজেলা প্রকৌশলী শেখ আজিম-উর রশিদ বলেন, একটি প্রকল্পের আওতায় মেজর মেনটেন্স করা হয়েছে। দ্রুত সময়য়ে মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ