রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার উপজেলার সুমাইয়া (১৪) নামে তেতুইতলা কবি নজরুল বিদ্যালয়ের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর ৪ দিনেও মামলা হয়নি। এছাড়া আসামিদের গ্রেফতার করা হয়নি। জানা যায়, গত ২৮ মে এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা প্রবাসী হওয়ায় তার চাচা আড়াইহাজারের নয়নাবাদ এলাকার সামসুল হকের ছেলে মো. শামীম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৩ মে সকালে তার ভাতিজী নবম শ্রেণির অ্যাসাইমেন্ট আনার জন্য বাড়ি থেকে স্কুলে যায়। পরে তার আর কোনো খোঁজ না পেয়ে শামীম নিজেই তাকে খুঁজতে বের হন। পথিমধ্যে যুবলীগ নেতা জামাল হোসেনের বাড়ির সামনে গিয়ে লোকমুখে তিনি জানতে পারেন একটি সিএনজি যোগে তার ভাতিজীকে খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া এলাকার শাহজালালের ছেলে সাব্বির (২২), জব্বর আলীর ছেলে শাহ আলম (৪৮), শাহ জালালের ছেলে সোহেল (২৪) অপহরণ করে নিয়ে যায়। অভিযোগে জব্বর আলী ছেলে শাহজালালকেও বিবাদী করা হয়। এখনো সুমাইয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। আড়াইহাজার থানার এসআই পলাশ কান্তি রায় জানান, আমরা ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।