রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের নিকলীতে গুলিভর্তি একটি পিস্তল, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও কিছু দেশি অস্ত্রসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার গভীর রাতে উপজেলার খালিশারহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে।
এ নিয়ে গতকাল সোমবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে গ্রেফতার হওয়া সোহেলকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। এসময় র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গত ১১মে সন্ত্রাসী সোহেল জলমহালের বিরোধকে কেন্দ্র এলাকাবাসীর ওপর গুলি চালায়। এতে চার শিশুসহ মোট ১০জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা হয়। এরপর থেকে তাকে ধরতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প তৎপরতা চালাতে থাকে।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় নদী ও জলমহল দখল, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং তার সন্ত্রাসীমূলক কার্যক্রমে এলাকার মানুষ অতিষ্ট ছিল বলে জানিয়েছেন লেফটেনেন্ট কর্নেল আবু নাঈম মোহাম্মদ তালাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।