রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছাসে ভেসে আসা সুন্দরবনের একটি অজগর বাগেরহাটের মোংলা উপজেলার লোকালয় থেকে উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল সোমবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের গিলাখালকুল গ্রামের রাসেল হাওলাদারের বসত বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, গতকাল সোমবার সকাল ৯টার দিকে রাসেল হাওলাদার অজগরটিকে দেখতে পেয়ে বনবিভাগে খবর দেয়। খবর পেয়ে সুন্দরবনের বন্যপ্রাণি সংরক্ষণের কাজে নিয়োজিত ওয়াইল্ডটিম, বনবিভাগ ও ভিটিআরটির সদস্যরা সাপটিকে উদ্ধার করে। উদ্ধার করা অজগরটি দুটি মুরগি ও ৫টি হাঁস মেরে ফেলেছে বলে দাবি করেছে বাড়ির মালিক। অজগরটি ওজন প্রায় ১২ কেজি। এটি লম্বায় ৯ ফুট। পরে দুপুর ১২টায় সুন্দরবনের শ্যালা নদীর পাড়ে গহিন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের সৃষ্ট জলোচ্ছাসে অজগরটি সুন্দরবন বন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।