Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংসদের বরাদ্দ ৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১১:৫৯ পিএম

আগামী ২০২১-২০২২ অর্থ বছরের জন্য জাতীয় সংসদের বরাদ্দ ৭ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় সংসদ সচিবালয় কমিশন। নতুন বছরের জন্য বরাদ্দকৃত ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার মধ্যে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা ও উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিরোধীদলীয় নেতার পক্ষে উপনেতা জি এম কাদের অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২০২১ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৪ কোটি ৫১ লাখ টাকা ও উন্নয়ন খাতে ৮৩ লাখ টাকাসহ মোট বাজেটে বরাদ্দ ছিলো ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩১৩ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আর আগামী ২০২১-২০২২ অর্থবছরে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের থেকে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা অর্থাৎ ৭ দশমিক ১২ শতাংশ বেশি।

এছাড়া বৈঠকে কমিশনের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৯৪ সংশোধন ও অর্গানোগ্রাম হালনাগাদ, সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং সংসদে দৈনিকভিত্তিক বার্ষিক কর্মচারীদের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত খাটুনি ভাতা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ