Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের হৃদয় থেকে জিয়াকে মুছে ফেলতে পারবে না: প্রিন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ৯:১৭ পিএম

ষড়যন্ত্রকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করতে সক্ষম হলেও জনগণের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলতে পারবে না বলে মনে করেন দলটির সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র একজন সফল রাষ্ট্রনায়কই নন, তিনি সমাজ সংস্করক, আধুনিক বাংলাদেশের রুপকার, দেশ ও জাতির ত্রাণকর্তা। মুক্তিযুদ্ধ, জনকল্যাণমুখী রাজনীতি, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির মাধ্যমে তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

রোববার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া, কোরআন খানি, আলোচনা, দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র ও টিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা, হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া,কোরআন খানি, আলোচনা,দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র ও টিন বিতরণ করা হয়।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার আকন্দ, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, হোসনে আরা নীলু, আবদুল আজিজ খান, মিজানুর রহমান মিজান,ইসহাক মাষ্টার,ক্বারী নাসির উদ্দীন, ক্বারী আবুল কাশেম , আবদুস সাত্তার, জাসাসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিদার মন্ডল, পৌর কৃষক দলের আহ্বায়ক মইন উদ্দিন বাবুল,জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ