Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সখিপুর-বাসাইল সীমান্তবর্তী বংশাইনদীতে তিনটি ড্রেজিং মেশিনে বালু উত্তোলন

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ৭:০০ পিএম

টাঙ্গাইলের সখিপুর-বাসাইল সীমান্তবর্তী বংশাই নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় বংশাই নদীর নাইকানী বাড়ি এলাকায় বংশাই নদীতে সোহেল,সুজন,ফারুক,জুলহাস তিনটি ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করার কারনে নদীর পাড় ভেঙ্গে ফসলি জমি ও নদী তীরবর্তী বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হচ্ছে। অবৈধ বালু খেকো ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করেই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে তারা জানায়। এমনকি ভ্রাম্যমান আদালত ড্রেজিং মেশিনের নিকট আসার পূর্বেই তাদেরকে খবর বলে দেয়,সে মোতাবেক তারা ড্রেজিং মেশিন সরিয়ে নেওয়ার পর ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় বলে বালু ব্যবসায়ীরা জানায়। সরেজমিনে গিয়ে দেখা যায়,নাইকানি বাড়ি বিকেবি ইটভাটার সামনের রাস্তার উত্তরপাশে বংশাই নদীতে সুজন,সোহেল ও রফিক দুইটি ড্রেজিং মেশিন বসিয়েছে এবং ঈশ^রগঞ্জ বাজারের রাস্তায় বংশাই নদীতে জুলহাস একটি ড্রেজিং মেশিন বসিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙ্গে ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। এ বিষয়ে বাসাইল ও সখিপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ