বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রামগতিতে রবি টাওয়ারের ১৩০ ফিট উঁচু চূড়া থেকে মোঃ ইব্রাহিম (২৬) নামের এক মানসিক রুগীকে উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে তাকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হারুন বাজারের ১৩০ ফিট বিশিষ্ট রবি টাওয়ার থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, চরপোড়াগাছা ইউনিয়নের হারুন বাজার এলাকার চৌধুরী মিকারের ছেলে মানষিক রুগী মোঃ ইব্রাহিম ঐ বাজারের ১৩০ ফিট বিশিষ্ট রবি টাওয়ারের উপরে উঠে বসেন। এতে ঐ এলাকার মানুষের মধ্যে হৈচৈ পড়ে।এলাকাবাসী তাকে টাওয়ার থেকে নামানোর জন্য বহু চেষ্টা করে ব্যর্থ হন।
পরে এলাকাবাসী রামগতি থানা ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মোমিন,রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান।স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার।প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় পুলিশ,ফায়ার সার্ভিস ও রবি কোম্পানির রিস্কি টিমের যৌথ প্রচেষ্টায় ১৩০ ফুট উঁচু টাওয়ারের উপর থেকে শনিবার গভীর রাতে তাকে নামানো হয়।
ইব্রাহিম কে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় তার পরিবার নিকট হস্তান্তর করা হয়।ইব্রাহীমের এমন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মানষিক রুগী ইব্রাহিমকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।