Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একযুগ পর একসঙ্গে কাজ করলেন জেনস সুমন ও ইথুন বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০২ এএম

২০০২ সালে প্রকাশিত হয়েছিল জেনস সুমনের ‘একটা চাদর হবে’ শিরোনামের অ্যালবাম। প্রকাশের পরই হৈচৈ ফেলে দেয় শ্রোতা মহলে। নিজের আলাদা গায়কী আর ব্যতিক্রমী কন্ঠ নিয়ে শ্রোতাদের মন জয় করে নেন জেনস্ সুমন। ‘একটা চাদর হবে’ গানটির কথা লিখেন দেখের প্রখ্যাত গীতিকার ইথুন বাবু। ‘একটা চাদর হবে’ অ্যালবামের ১২টি গানেরই কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন ইথুন বাবু। এরপর কেটে গেছে এক যুগ। কাজ করা হয়নি ইথুন বাবু এবং সুমনের। দীর্ঘ ১২ বছর পর এই জুটি নিয়ে আসলেন তাদের নতুন গান ‘আতর গোলাপ জল’। ‘আমার জন্য সাদা কাপড়ের একটা চাদর নেবে/ শেষ বিদায়ে ঐ চাদরে আতর গোলাপ জল ছিটিয়ে দেবে'’ এমন কথার গানটি লিখেছেন ইথুন বাবু। সুর ও সঙ্গীত করেছেন তিনি। সম্প্রতি ইবি মিউজিক টিভি’র ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। প্রকাশের পরপরই শ্রোতা-দর্শকদের প্রশংসা পাচ্ছে। ইথুন বাবু জানান, ১২ বছর পর জেনস্ সুমনের জন্য গান করলাম। ‘ফিলিস্তিনে ইসরাইলের তাণ্ডব বিশ্বকে কাঁদিয়েছে। অসংখ্য নারী-শিশু নিহত হয়েছে। তাদের নিয়ে কিছু চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেসব কথাই গানটিতে তুলে ধরা হয়েছে। দীর্ঘ ১২ বছর পর ইথুন বাবুর কথা সুরে গান আবার গান গাইতে পেরে উচ্ছ্বসিত জেনস্ সুমন বলেন, আমার কাছে বাবু ভাই এক আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। আমি অন্তত এটা মনে করি। আমি আমার সাধ্য মত গাইবার চেষ্টা করেছি গানটি গাইতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ