Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান ও প্লে-ব্যাকে ব্যস্ত ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতিমা-তুয-যাহরা ঐশী প্লে-ব্যাক করার পাশাপাশি নতুন গান গাইছেন। তার নিজের ইউটিউব চ্যানেল ‘ঐশী এক্সপ্রেস’-এ প্রকাশ করেছেন ‘আকাশ কিনতে চাই’ ও খুঁজে ফিরি তাই’ গান দু’টি। ‘আকাশ কিনতে চাই’ লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং ‘খুঁজে ফিরি তাই’ লিখেছেন এস এম আব্দুল্লাহ শান্তু। দুটি গানের সুর সঙ্গীত করেছেন নাহিদ নোমান অরূপ। এছাড়াও ‘এতো ব্যাথা কেনরে’ ও ‘কালারে’ শিরোনামের আরো দুটি গান প্রকাশিত হয়েছে। ‘এতো ব্যাথা কেনরে’ প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন অমিত কর। ‘কালারে’ লিখেছেন ও সুর করেছেন এস আই শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান জাইম। ডিপি মিউজিকে প্রকাশিত হয়েছে প্রসেনজিৎ মণ্ডলের লেখা ও অমিত করের সুর সঙ্গীতে ‘মরে গেলে বুঝবি’ গানটি। নতুন প্রকাশিত এই পাঁচটি গানের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার টাইটেল সং-এ কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। এছাড়াও নিরঞ্জন বিশ^াসের একটি সিনেমা, অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন ঐশী। এছাড়াও ফজলুল কবির তুহিন পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তেও তিনি মকসুদ জামিল মিন্টুর সুরে একটি গান গেয়েছেন। গানের ব্যস্ততা নিয়ে ঐশী বলেন, ‘করোনার এই সময়েও যে নতুন নতুন ভালো কিছু গান করতে পারছি, এটাই অনেক বড় বিষয়। নতুন গানগুলো প্রকাশ হবার পর শ্রোতা-দর্শক গানগুলো শুনছেন এবং তারা তাদের ভালোলাগা শেয়ার করছেন এটাও আমার জন্য অনেক ভালোলাগার। কারণ, এখন পরিস্থিতি ভালো নয়। তারপরও নিয়মিত গান করছি, আগ্রহ নিয়ে শ্রোতারা শুনছেন, এটা অকে বড় বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ