প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতের নাট্যসংগঠন ‘নৈহাটি রঙ্গসেনা’ আয়োজিত '২য় ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল (অনলাইন)'-এ বাংলাদেশের প্রযোজনা হিসেবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’। আয়োজক দলটির ‘৫ম রঙ্গোৎসব ২১-২২’-এর ১ম পর্যায় সপ্তাহব্যাপী অনলাইন পর্বের উদ্বোধনী দিন আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৯:০০ মি. (ভারত সময় সন্ধ্যা ৮:৩০ মি.) ‘নৈহাটী রঙ্গসেনা’-এর ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে নাটকটি সরাসরি প্রদর্শিত হবে। 'আরব্য রজনী’র কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনী পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। জাদুর প্রদীপ সম্প্রচারের আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮:৩০ মি. (ভারত সময় সন্ধ্যা ৮:০০ মি.) থেকে নির্দেশক জাহিদ রিপনের সঙ্গে লাইভ আলাপচারিতা-অনুষ্ঠান ‘মিট দ্য ডিরেক্টর’ প্রচারিত হবে। এ ফেস্টিভ্যাল (অনলাইন) পর্বটিতে ‘জাদুর প্রদীপ’-এর পাশাপাশি ইটালি, কেনিয়া, পাকিস্তান, প্যারাগুয়ে, স্পেন ও ভারতের একটি করে নাট্যপ্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।